আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৪৫
অধ্যায়ঃ হজ্জ
আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৪৫. হযরত ইবন আব্বাস (রা) সূত্রেই নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন। মূসা (আ) একটি লাল বলদের উপর চড়ে হজ্জ করেছিলেন। তাঁর পায়ে ছিল কারওয়ানের তৈরি চাপকান।
(হাদীসটি তাবারানী লায়স ইবন আবু সুলায়ম সূত্রে বর্ণনা করেছেন। সনদের অন্যান্য রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1745 - وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ حج مُوسَى عَلَيْهِ السَّلَام على ثَوْر أَحْمَر عَلَيْهِ عباءة قطوانية

رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة لَيْث بن أبي سليم وَبَقِيَّة رُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৪৫ | মুসলিম বাংলা