আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৪৬
অধ্যায়ঃ হজ্জ
আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৪৬. হযরত আবু মুসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ ﷺ বলেছেন: রাওহা নামক স্থান দিয়ে সত্তরজন নবী আল্লাহর সম্মানিত ঘরের হজ্জ আদায় করতে খালি পায়ে পথ চলেছেন। তাঁদের মধ্যে মূসা (আ)-ও ছিলেন। তাঁদের গায়ে ছিল চাপকান।
(হাদীসটি আবূ ইয়ালা ও তাবারানী বর্ণনা করেছেন। অন্য হাদীসের পোষকতায় এ হাদীসটির কোন দোষ নেই। আবূ ইয়ালা এটি আনাস ইবন মালিক (রা) থেকেও বর্ণনা করেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1746- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لقد مر بِالرَّوْحَاءِ سَبْعُونَ نَبيا فيهم نَبِي الله مُوسَى عَلَيْهِ السَّلَام حُفَاة عَلَيْهِم العباء يؤمُّونَ بَيت الله الْعَتِيق

رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَلَا بَأْس بِإِسْنَادِهِ فِي المتابعات وَرَوَاهُ أَبُو يعلى أَيْضا من حَدِيث أنس بن مَالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৪৬ | মুসলিম বাংলা