আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৬১
অধ্যায়ঃ হজ্জ
মসজিদুল আক্সা থেকে ইহরাম বাঁধার প্রতি উৎসাহ দান
১৭৬১. আবু দাউদ ও বায়হাকী এ হাদীসটি নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ যে ব্যক্তি হজ্জ অথবা উমরার জন্য বায়তুল মুকাদ্দাস থেকে ইহরাম বাঁধল, তার পূর্ববর্তী ও পরবর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে অথবা তার জন্য জান্নাত অনিবার্য হয়ে যাবে। বর্ণনাকারী এখানে দু'কথার মধ্যে কোন্ কথাটি হুযূর বলেছেন, তাতে সন্দেহ পোষণ করেছেন।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام من الْمَسْجِد الْأَقْصَى
1761- وَرَوَاهُ أَبُو دَاوُد وَالْبَيْهَقِيّ وَلَفْظهمَا من أهل بِحجَّة أَو عمْرَة من الْمَسْجِد الْأَقْصَى إِلَى الْمَسْجِد الْحَرَام غفر لَهُ مَا تقدم من ذَنبه وَمَا تَأَخّر أَو وَجَبت لَهُ الْجنَّة
شكّ الرَّاوِي أَيَّتهمَا
شكّ الرَّاوِي أَيَّتهمَا