আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৬২
অধ্যায়ঃ হজ্জ
মসজিদুল আক্‌সা থেকে ইহরাম বাঁধার প্রতি উৎসাহ দান
১৭৬২. হযরত উম্মে সালামা (রা) বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ -কে বলছে শুনেছি। যে বাক্তি হজ ও উমরার জন্য বায়তুল মুকাদ্দাস থেকে ইহরাম বেঁধে মসজিদুল হারামে আসল, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে এবং তার জন্য জান্নাত অনিবার্য হয়ে যাবে।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام من الْمَسْجِد الْأَقْصَى
1762- وَفِي رِوَايَة للبيهقي قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أهل بِالْحَجِّ وَالْعمْرَة من الْمَسْجِد الْأَقْصَى إِلَى الْمَسْجِد الْحَرَام غفر لَهُ مَا تقدم من ذَنبه وَمَا تَأَخّر وَوَجَبَت لَهُ الْجنَّة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৬২ | মুসলিম বাংলা