আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৭১
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৭১. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আম্‌র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি বায়তুল্লাহ তওয়াফ করল এবং দু'রাকাআত সালাত আদায় করল, সে যেন একটি দাস-মুক্ত করে দিল।
(হাদীসটি ইব্‌ন মাজাহ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। এ হাদীসটি ইতিপূর্বেও এসেছে।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1771- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من طَاف بِالْبَيْتِ وَصلى رَكْعَتَيْنِ كَانَ كعتق رَقَبَة
رَوَاهُ ابْن ماجة وَابْن خُزَيْمَة فِي صَحِيحَة وَتقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৭১ | মুসলিম বাংলা