আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৭২
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৭২. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি, যে ব্যক্তি সাতবার বায়তুল্লাহর তওয়াফ করল, তার প্রতি কদমে আল্লাহ্ একটি করে গুনাহ মাফ করে দিবেন, এর বিনিময়ে একটি নেকী লিখে দিবেন এবং মর্যাদার একটি সোপান উন্নীত করে দিবেন।।
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং ইবন হিব্বান বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইবন হিব্বানের।)
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং ইবন হিব্বান বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইবন হিব্বানের।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1772- وَعنهُ أَيْضا رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من طَاف بِالْبَيْتِ أسبوعا لَا يضع قدما وَلَا يرفع أُخْرَى إِلَّا حط الله عَنهُ بهَا خَطِيئَة وَكتب لَهُ بهَا حَسَنَة وَرفع لَهُ بهَا دَرَجَة
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَابْن حبَان وَاللَّفْظ لَهُ
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَابْن حبَان وَاللَّفْظ لَهُ