আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৮০
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৮০. ইবন খুযায়মার এক বর্ণনায় রয়েছে: হাজরে আসওয়াদ জান্নাতের সাদা চুণি পাথরসমূহের একটি পাথর বিশেষ। মুশরিকদের পাপরাশি এটিকে কালো করে দিয়েছে। এ পাথরটি কিয়ামতের দিন উহুদ পাহাড়ের মত আকৃতিতে উপস্থিত হবে। দুনিয়ায় যারা তাকে স্পর্শ করেছে, অথবা চুম্বন করেছে, তাদের ব্যাপারে সে সাক্ষ্য দিবে।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1780- وَفِي رِوَايَة لِابْنِ خُزَيْمَة قَالَ الْحجر الْأسود ياقوتة بَيْضَاء من يَوَاقِيت الْجنَّة وَإِنَّمَا سودته خَطَايَا الْمُشْركين يبْعَث يَوْم الْقِيَامَة مثل أحد يشْهد لمن استلمه وَقَبله من أهل الدُّنْيَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৮০ | মুসলিম বাংলা