আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৮১
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৮১. বায়হাকী এ হাদীসটি সংক্ষিপ্ত আকারে এভাবে বর্ণনা করেছেন। হাজরে আসওয়াদ একটি বেহেশতী পাথর। এটি বরফের চেয়েও অধিক সাদা ছিল। পরে মুশরিকদের পাপরাশি একে কালো করে ফেলেছে।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1781- وَرَوَاهُ الْبَيْهَقِيّ مُخْتَصرا قَالَ الْحجر الْأسود من الْجنَّة وَكَانَ أَشد بَيَاضًا من الثَّلج حَتَّى سودته خَطَايَا أهل الشّرك
المها مَقْصُورا جمع مهاة وَهِي البلورة
المها مَقْصُورا جمع مهاة وَهِي البلورة