আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৯২
অধ্যায়ঃ হজ্জ
যিলহজ্জ মাসের প্রথম দশকে সৎকর্ম সম্পাদনের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৭৯২. হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: পৃথিবীর দিনসমূহের মধ্যে উত্তম দিবস হল যিলহজ্জের দশ দিন। প্রশ্ন করা হল; আল্লাহর পথের অর্থাৎ জিহাদের দিবসসমূহও কি এর সমতুল্য নয়? তিনি বললেন, আল্লাহর পথের অর্থাৎ জিহাদের দিবসসমূহও এর সমতুল্য নয়। তবে যার চেহারাটিও ভূলণ্ঠিত হয়ে যায়... হাদীসের শেষ পর্যন্ত।
(হাদীসটি বায্যার হাসান সনদে বর্ণনা করেছেন। আবু ইয়ালা এটি সহীহ সনদে বর্ণনা করেছেন। তার শব্দমালা নিম্নরূপ: রাসূলুল্লাহ বলেছেন: যিলহজ্জের দশ দিনের চেয়ে আল্লাহর নিকট কোন উত্তম দিন নেই। জনৈক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ্। এগুলো উত্তম না এর সমসংখ্যক দিবস জিহাদে কাটিয়ে দেয়া? তিনি বললেন, এর সমসংখ্যক দিবস জিহাদে অতিবাহিত করার চাইতে এগুলোই উত্তম। তবে কোন মুজাহিদের চেহারাটিও যদি ভূলুণ্ঠিত হয়ে যায় (তবে তার কথা স্বতন্ত্র)..........।
(ইবন হিব্বানও এ হাদীসটি বর্ণনা করেছেন। পূর্ণ হাদীসটি সামনে আসবে ইনশা আল্লাহ।)
(হাদীসটি বায্যার হাসান সনদে বর্ণনা করেছেন। আবু ইয়ালা এটি সহীহ সনদে বর্ণনা করেছেন। তার শব্দমালা নিম্নরূপ: রাসূলুল্লাহ বলেছেন: যিলহজ্জের দশ দিনের চেয়ে আল্লাহর নিকট কোন উত্তম দিন নেই। জনৈক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ্। এগুলো উত্তম না এর সমসংখ্যক দিবস জিহাদে কাটিয়ে দেয়া? তিনি বললেন, এর সমসংখ্যক দিবস জিহাদে অতিবাহিত করার চাইতে এগুলোই উত্তম। তবে কোন মুজাহিদের চেহারাটিও যদি ভূলুণ্ঠিত হয়ে যায় (তবে তার কথা স্বতন্ত্র)..........।
(ইবন হিব্বানও এ হাদীসটি বর্ণনা করেছেন। পূর্ণ হাদীসটি সামনে আসবে ইনশা আল্লাহ।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْعَمَل الصَّالح فِي عشر ذِي الْحجَّة وفضله
1792- وَعَن جَابر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أفضل أَيَّام الدُّنْيَا الْعشْر يَعْنِي عشر ذِي الْحجَّة
قيل وَلَا مِثْلهنَّ فِي سَبِيل الله قَالَ وَلَا مِثْلهنَّ فِي سَبِيل الله إِلَّا رجل عفر وَجهه بِالتُّرَابِ
الحَدِيث
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَأَبُو يعلى بِإِسْنَاد صَحِيح وَلَفظه قَالَ مَا من أَيَّام أفضل عِنْد الله من أَيَّام عشر ذِي الْحجَّة
قَالَ فَقَالَ رجل يَا رَسُول الله هن أفضل أم عدتهن جهادا فِي سَبِيل الله قَالَ هن أفضل من عدتهن جهادا فِي سَبِيل الله إِلَّا عفير يعفر وَجهه فِي التُّرَاب
الحَدِيث
وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَيَأْتِي بِتَمَامِهِ إِن شَاءَ الله
قيل وَلَا مِثْلهنَّ فِي سَبِيل الله قَالَ وَلَا مِثْلهنَّ فِي سَبِيل الله إِلَّا رجل عفر وَجهه بِالتُّرَابِ
الحَدِيث
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَأَبُو يعلى بِإِسْنَاد صَحِيح وَلَفظه قَالَ مَا من أَيَّام أفضل عِنْد الله من أَيَّام عشر ذِي الْحجَّة
قَالَ فَقَالَ رجل يَا رَسُول الله هن أفضل أم عدتهن جهادا فِي سَبِيل الله قَالَ هن أفضل من عدتهن جهادا فِي سَبِيل الله إِلَّا عفير يعفر وَجهه فِي التُّرَاب
الحَدِيث
وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَيَأْتِي بِتَمَامِهِ إِن شَاءَ الله