আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৯৩
অধ্যায়ঃ হজ্জ
যিলহজ্জ মাসের প্রথম দশকে সৎকর্ম সম্পাদনের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৭৯৩. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম থেকে বর্ণিত। তিনি বলেছেন: যিলহজ্জ মাসেরদশদিনের ইবাদতের চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় কোন ইবাদত নেই। এর একদিনের রোযা এক বছরের রোযার সমান এবং এক রাতের ইবাদত লায়লাতুল কদরের ইবাদতের সমান।
(হাদীসটি তিরমিযী, ইবন মাজাহ ও বায়হাকী বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেন, হাদীসটি গরীব, মাসউদ ইবন ওয়াসিল নাহহাস ইবন কাহম সূত্রেই কেবল আমরা এটি জানি। আমি মুহাম্মদ অর্থাৎ ইমাম বুখারীকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনিও এ সূত্র ছাড়া হাদীসটি চিনেন নি।
হাফিয বলেন।: বায়হাকী প্রমুখ মুহাদ্দিসগণ এ হাদীসটি ইয়াহইয়া ইবন ঈসা রামাল্লী... ইয়াহইয়া ইবন আইয়ূব বাজালী ... আদী ইব্ন সাবিত সূত্রে বর্ণনা করেছেন। আর এঁরা তিনজনই প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য রাবী। অবশ্য তাঁদের ব্যাপারে সমালোচনাও রয়েছে।)
(হাদীসটি তিরমিযী, ইবন মাজাহ ও বায়হাকী বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেন, হাদীসটি গরীব, মাসউদ ইবন ওয়াসিল নাহহাস ইবন কাহম সূত্রেই কেবল আমরা এটি জানি। আমি মুহাম্মদ অর্থাৎ ইমাম বুখারীকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনিও এ সূত্র ছাড়া হাদীসটি চিনেন নি।
হাফিয বলেন।: বায়হাকী প্রমুখ মুহাদ্দিসগণ এ হাদীসটি ইয়াহইয়া ইবন ঈসা রামাল্লী... ইয়াহইয়া ইবন আইয়ূব বাজালী ... আদী ইব্ন সাবিত সূত্রে বর্ণনা করেছেন। আর এঁরা তিনজনই প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য রাবী। অবশ্য তাঁদের ব্যাপারে সমালোচনাও রয়েছে।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْعَمَل الصَّالح فِي عشر ذِي الْحجَّة وفضله
1793- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من أَيَّام أحب إِلَى الله أَن يتعبد لَهُ فِيهَا من عشر ذِي الْحجَّة يعدل صِيَام كل يَوْم مِنْهَا بصيام سنة وَقيام كل لَيْلَة مِنْهَا بِقِيَام لَيْلَة الْقدر
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْبَيْهَقِيّ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب
لَا نعرفه إِلَّا من حَدِيث مَسْعُود بن وَاصل عَن النهاس بن قهم وَسَأَلت مُحَمَّدًا يَعْنِي البُخَارِيّ عَن هَذَا الحَدِيث فَلم يعرفهُ من غير هَذَا الْوَجْه
قَالَ الْحَافِظ روى الْبَيْهَقِيّ وَغَيره عَن يحيى بن عِيسَى الرَّمْلِيّ
حَدثنَا يحيى بن أَيُّوب البَجلِيّ عَن عدي بن ثَابت وَهَؤُلَاء الثَّلَاثَة ثِقَات مَشْهُورُونَ تكلم فيهم
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْبَيْهَقِيّ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب
لَا نعرفه إِلَّا من حَدِيث مَسْعُود بن وَاصل عَن النهاس بن قهم وَسَأَلت مُحَمَّدًا يَعْنِي البُخَارِيّ عَن هَذَا الحَدِيث فَلم يعرفهُ من غير هَذَا الْوَجْه
قَالَ الْحَافِظ روى الْبَيْهَقِيّ وَغَيره عَن يحيى بن عِيسَى الرَّمْلِيّ
حَدثنَا يحيى بن أَيُّوب البَجلِيّ عَن عدي بن ثَابت وَهَؤُلَاء الثَّلَاثَة ثِقَات مَشْهُورُونَ تكلم فيهم