আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৯৯
অধ্যায়ঃ হজ্জ
আরাফা ও মুযদালিফায় অবস্থান করার প্রতি উৎসাহ দান ও আরাফা দিবসের ফযীলত প্রসঙ্গ
১৭৯৯. হযরত উবাদা ইবনুস সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ আরাফার দিন বলেছিলেন, হে লোক সকল। মহান আল্লাহ্ এই দিনে তোমাদের উপর অনুগ্রহ করেছেন। অতএব তিনি তোমাদের পারস্পরিক হক ও দাবি ব্যতীত সকল গুনাহ মার্জনা করে দিয়েছেন এবং তোমাদের পুণ্যশীলদের খাতিরে পাপীদেরকেও ক্ষমা করে দিয়েছেন। আর তোমাদের পুণ্যশীলরা যা প্রার্থনা করেছে, তা তিনি প্রদান করেছেন। অতএব তোমরা আল্লাহর নামে রওয়ানা হও। অতঃপর তিনি যখন মুযদালিফায় গেলেন তখন বললেন, মহান আল্লাহ তোমাদের পুণ্যশীলদের ক্ষমা করে দিয়েছেন এবং তোমাদের পাপীদের পক্ষে তাদের সুপারিশ গ্রহণ করে নিয়েছেন। এ সময় আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তাদেরকে ঢেকে নেয়। তারপর পৃথিবীবাসীর উপর মাগফিরাত বিতরণ করা হয়। আর এই মাগফিরাত এমন সকল তওবাকারীর ভাগেই আসে যারা নিজেদের হাত ও জিহ্বার হিফাযত করে। এ দিকে ইবলীস ও তার অনুচরগণ আরাফার পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহ্ তাঁর বান্দাদের সাথে কি আচরণ করেন, তার প্রত্যক্ষ করতে থাকে। যখন রহমত অবতীর্ণ হতে থাকে, তখন ইবলীস ও তার সৈন্য-সামন্তগণ ধ্বংস ও মৃত্যুকে আহ্বান করতে থাকে।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীরে' বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের বর্ণনাকারীদের মতই নির্ভরযোগ্য। তবে এঁদের মধ্যে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْوُقُوف بِعَرَفَة والمزدلفة وَفضل يَوْم عَرَفَة
1799- وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْم عَرَفَة أَيهَا النَّاس إِن الله عز وَجل تطول عَلَيْكُم فِي هَذَا الْيَوْم فغفر لكم إِلَّا التَّبعَات فِيمَا بَيْنكُم ووهب مسيئكم لمحسنكم وَأعْطى لمحسنكم مَا سَأَلَ فادفعوا باسم الله فَلَمَّا كَانَ بِجمع قَالَ إِن الله عز وَجل قد غفر لصالحيكم وشفع صالحيكم فِي طالحيكم تنزل الرَّحْمَة فتعمهم ثمَّ تفرق الْمَغْفِرَة فِي الأَرْض فَتَقَع على كل تائب مِمَّن حفظ لِسَانه وَيَده وإبليس وَجُنُوده على جبال عَرَفَات ينظرُونَ مَا يصنع الله بهم فَإِذا نزلت الرَّحْمَة دَعَا إِبْلِيس وَجُنُوده بِالْوَيْلِ وَالثُّبُور

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا أَن فيهم رجلا لم يسم
tahqiqতাহকীক:তাহকীক চলমান