আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮০০
অধ্যায়ঃ হজ্জ
আরাফা ও মুযদালিফায় অবস্থান করার প্রতি উৎসাহ দান ও আরাফা দিবসের ফযীলত প্রসঙ্গ
১৮০০. এ হাদীসটি আবু ইয়ালা হযরত আনাস (রা)-এর হাদীস থেকে বর্ণনা করেছেন। এর শব্দমালা নিম্নরূপঃ হযরত আনাস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি। নিশ্চয়ই আল্লাহ্ আরাফাবাসীর উপর অনুগ্রহ করেন এবং তাদেরকে নিয়ে ফিরিশতাদের সাথে গর্ব করেন। তিনি বলেনঃ হে আমার ফিরিশতাগণ! আমার বান্দাদের প্রতি চেয়ে দেখ, ওরা অবিন্যস্ত কেশে ও মলিন দেহে দূর-দূরান্ত থেকে সফর করে আমার কাছে এসেছে। আমি তোমাদের সাক্ষী রাখছি যে, আমি এদের দু'আ কবুল করে নিলাম, তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করে দিলাম, তাদের পাপীদেরকেও পুণ্যশীলদের খাতিরে ক্ষমা করে দিলাম। আর পারস্পরিক হক ও দাবি ব্যতীত পুণ্যশীলদের সকল আবদার গ্রহণ করে নিলাম। তারপর লোকজন যখন মুযদালিফায় রওয়ানা হয় এবং সেখানে অবস্থান করে, পুনরায় আল্লাহর কাছে মনের আকাঙ্ক্ষা ও আবদার পেশ করে, তখন তিনি বলেন, হে আমার ফিরিশতাগণ! আমার বান্দাগণ আবার এখানে অবস্থান নিয়েছে এবং পুনরায় আকাঙ্ক্ষা ও আবদার পেশ করেছে। অতএব আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে, তাদের দু'আ কবুল করে নিলাম, তাদের আকাঙ্ক্ষা পূরণ করে দিলাম। তাদের পাপীদেরকে পুণ্যশীলদের খাতিরে ক্ষমা করে দিলাম। তাদের পুণ্যশীলরা যা চেয়েছে, তাদেরকে সব কিছু দিয়ে দিলাম। আর তাদের পারস্পরিক হক ও দাবির দায়িত্ব আমি নিজে গ্রহণ করলাম।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْوُقُوف بِعَرَفَة والمزدلفة وَفضل يَوْم عَرَفَة
1800- وَرَوَاهُ أَبُو يعلى من حَدِيث أنس وَلَفظه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله تطول على أهل عَرَفَات يباهي بهم الْمَلَائِكَة يَقُول يَا ملائكتي انْظُرُوا إِلَى عبَادي شعثا غبرا أَقبلُوا يضْربُونَ إِلَيّ من كل فج عميق فأشهدكم أَنِّي قد أجبْت دعاءهم وشفعت
رغبتهم ووهبت مسيئهم لمحسنهم وَأعْطيت لمحسنهم جَمِيع مَا سَأَلُونِي غير التَّبعَات الَّتِي بَينهم فَإِذا أَفَاضَ الْقَوْم إِلَى جمع ووقفوا وعادوا فِي الرَّغْبَة والطلب إِلَى الله تَعَالَى فَيَقُول يَا ملائكتي عبَادي وقفُوا فعادوا فِي الرَّغْبَة والطلب فأشهدكم أَنِّي قد أجبْت دعاءهم وشفعت رغبتهم ووهبت مسيئهم لمحسنهم وَأعْطيت محسنيهم جَمِيع مَا سَأَلُونِي وكفلت عَنْهُم التَّبعَات الَّتِي بَينهم
رغبتهم ووهبت مسيئهم لمحسنهم وَأعْطيت لمحسنهم جَمِيع مَا سَأَلُونِي غير التَّبعَات الَّتِي بَينهم فَإِذا أَفَاضَ الْقَوْم إِلَى جمع ووقفوا وعادوا فِي الرَّغْبَة والطلب إِلَى الله تَعَالَى فَيَقُول يَا ملائكتي عبَادي وقفُوا فعادوا فِي الرَّغْبَة والطلب فأشهدكم أَنِّي قد أجبْت دعاءهم وشفعت رغبتهم ووهبت مسيئهم لمحسنهم وَأعْطيت محسنيهم جَمِيع مَا سَأَلُونِي وكفلت عَنْهُم التَّبعَات الَّتِي بَينهم