আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮০১
অধ্যায়ঃ হজ্জ
আরাফা ও মুযদালিফায় অবস্থান করার প্রতি উৎসাহ দান ও আরাফা দিবসের ফযীলত প্রসঙ্গ
১৮০১. হযরত আব্বাস ইবন মিরদাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ আরাফার দিনের অপরাহ্নে আপন উম্মতের জন্য দু'আ করলেন। আল্লাহর পক্ষ থেকে উত্তর দেয়া হল যুলম ব্যতীত তাদের সবকিছু আমি ক্ষমা করে দিলাম। কেননা আমি যালিম থেকে মযলুমের হক অবশ্যই আদায় করে ছাড়ব। রাসুলুল্লাহ ﷺ বললেন, হে আমার প্রতিপালক। তুমি তো ইচ্ছা করলে মযলুমকে জান্নাত দান করে যালিমকে ক্ষমা করে দিতে পার। কিন্তু আরাফার দিনের সন্ধ্যা পর্যন্ত এর কোন উত্তর দেয়া হল না। রাসূলুল্লাহ্ ﷺ পরে যখন। মুযদালিফায় প্রভাত করলেন, এ দাবিটির পুনরাবৃত্তি করলেন, তখন তাঁর আবদার গ্রহণ করে নেয়া হল। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্ ﷺ তখন হাসলেন, অথবা মুচকি হাসি দিলেন। আবু বকর ও উমর (রা) তাঁকে বললেন, আমাদের পিতামাতা আপনার উপর কুরবান হোন। এমন সময়ে তো আপনি কখনও হাসেন। না, তবে কোন্ জিনিস আপনাকে হাসাল? আল্লাহ আপনাকে আনন্দিত রাখুন। উত্তরে তিনি বললেন, আল্লাহর দুশমন ইবলীস যখন জানতে পারল যে, আল্লাহ আমার দু'আ কবুল করে নিয়েছেন এবং আমার উম্মতকে মার্জনা করে দিয়েছেন, তখন সে আঁজলাভরে ধূলি নিয়ে নিজের মাথায় নিক্ষেপ করতে লাগল এবং ধ্বংস ও মৃত্যুকে আহবান করতে শুরু করল। তার এ অস্থিরতা দেখেই আমার হাসি পেল।
(হাদীসটি ইব্‌ন মাজাহ আবদুল্লাহ ইব্‌ন কিনানা ইব্‌ন আব্বাস ইবন মিরদাস সূত্রে তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْوُقُوف بِعَرَفَة والمزدلفة وَفضل يَوْم عَرَفَة
1801- وَعَن عَبَّاس بن مرداس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دَعَا لامته عَشِيَّة عَرَفَة فَأُجِيب أَنِّي قد غفرت لَهُم مَا خلا الْمَظَالِم فَإِنِّي آخذ للمظلوم مِنْهُ
قَالَ أَي رب إِن شِئْت أَعْطَيْت الْمَظْلُوم الْجنَّة وغفرت للظالم فَلم يجب عَشِيَّة عَرَفَة فَلَمَّا أصبح بِالْمُزْدَلِفَةِ أعَاد فَأُجِيب إِلَى مَا سَأَلَ
قَالَ فَضَحِك رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَو قَالَ تَبَسم فَقَالَ لَهُ أَبُو بكر وَعمر رَضِي الله عَنْهُمَا بِأبي أَنْت وَأمي إِن هَذِه لساعة مَا كنت تضحك فِيهَا فَمَا الَّذِي أضْحكك أضْحك الله سنك
قَالَ إِن عَدو الله إِبْلِيس لما علم أَن الله قد اسْتَجَابَ دعائي وَغفر لامتي أَخذ التُّرَاب فَجعل يحثوه على رَأسه وَيَدْعُو بِالْوَيْلِ وَالثُّبُور فأضحكني مَا رَأَيْت من جزعه

رَوَاهُ ابْن مَاجَه عَن عبد الله بن كنَانَة بن عَبَّاس بن مرداس أَن أَبَاهُ أخبرهُ عَن أَبِيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান