আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮০৬
অধ্যায়ঃ হজ্জ
আরাফা ও মুযদালিফায় অবস্থান করার প্রতি উৎসাহ দান ও আরাফা দিবসের ফযীলত প্রসঙ্গ
১৮০৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আরাফার দিনের চেয়ে অন্য কোনদিনে আল্লাহ্ এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। সেদিন তিনি তাদের অত্যন্ত নিকটবর্তী হন এবং তাজাল্লী বিস্তার করেন। তারপর তাদেরকে নিয়ে ফিরিশতাদের সাথে গর্ব করেন এবং বলেন, এরা কি চায় ?
(হাদীসটি মুসলিম, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। রযীন তাঁর জামি' নামক কিতাবে এ অংশটি বাড়িয়ে বর্ণনা করেন। 'হে আমার ফিরিশতাকুল। তোমরা সাক্ষী থাক যে, আমি তাদেরকে মার্জনা করে দিলাম।')
(হাদীসটি মুসলিম, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। রযীন তাঁর জামি' নামক কিতাবে এ অংশটি বাড়িয়ে বর্ণনা করেন। 'হে আমার ফিরিশতাকুল। তোমরা সাক্ষী থাক যে, আমি তাদেরকে মার্জনা করে দিলাম।')
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْوُقُوف بِعَرَفَة والمزدلفة وَفضل يَوْم عَرَفَة
1806- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من يَوْم أَكثر من أَن يعْتق الله فِيهِ عبيدا من النَّار من يَوْم عَرَفَة وَإنَّهُ ليدنو يتجلى ثمَّ يباهي بهم الْمَلَائِكَة فَيَقُول مَا أَرَادَ هَؤُلَاءِ
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَزَاد رزين فِي جَامعه فِيهِ اشْهَدُوا ملائكتي أَنِّي قد غفرت لَهُم
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَزَاد رزين فِي جَامعه فِيهِ اشْهَدُوا ملائكتي أَنِّي قد غفرت لَهُم