আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮০৭
অধ্যায়ঃ হজ্জ
আরাফা ও মুযদালিফায় অবস্থান করার প্রতি উৎসাহ দান ও আরাফা দিবসের ফযীলত প্রসঙ্গ
১৮০৭. আবদুল আযীয ইবন কায়স আবাদী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত ইব্ন আব্বাস (রা)-কে বলতে শুনেছি, অমুক ব্যক্তি আরাফার দিন রাসূলুল্লাহ্ ﷺ -এর বাহনের পিছনে সহযাত্রীরূপে বসা ছিল। যুবকটি মহিলাদের দিকে তাকাতে লাগল এবং তাদের প্রতি দৃষ্টিপাত করতে লাগল। রাসূলুল্লাহ্ তাকে বললেন, ভ্রাতুষ্পুত্র। এটি এমন দিবস যে, যে ব্যক্তি নিজের কান, চোখ ও জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখবে, তাকে মার্জনা করে দেয়া হবে।
(হাদীসটি আহমদ বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। তাবারানীও এটি বর্ণনা করেন। ইব্ন আবুদ-দুনিয়া 'নীরবতা অধ্যায়ে' এবং ইবন খুযায়মাও তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন। তাঁদের সবার বর্ণনায় বরা হয়েছে যে, হযরত ফযল ইব্ন আব্বাস (রা) রাসূলুল্লাহ্ ﷺ -এর বাহনের পিছনে সহযাত্রীরূপে বসা ছিলেন।.... হাদীসের শেষ পর্যন্ত।)
(হাদীসটি আহমদ বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। তাবারানীও এটি বর্ণনা করেন। ইব্ন আবুদ-দুনিয়া 'নীরবতা অধ্যায়ে' এবং ইবন খুযায়মাও তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন। তাঁদের সবার বর্ণনায় বরা হয়েছে যে, হযরত ফযল ইব্ন আব্বাস (রা) রাসূলুল্লাহ্ ﷺ -এর বাহনের পিছনে সহযাত্রীরূপে বসা ছিলেন।.... হাদীসের শেষ পর্যন্ত।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْوُقُوف بِعَرَفَة والمزدلفة وَفضل يَوْم عَرَفَة
1807- وَعَن عبد الْعَزِيز بن قيس الْعَبْدي قَالَ سَمِعت ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا يَقُول كَانَ فلَان ردف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْم عَرَفَة فَجعل الْفَتى يُلَاحظ النِّسَاء وَينظر إلَيْهِنَّ فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ابْن أخي إِن هَذَا يَوْم من ملك فِيهِ سَمعه وبصره وَلسَانه غفر لَهُ
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح وَالطَّبَرَانِيّ وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَعِنْدهم كَانَ الْفضل بن عَبَّاس رَدِيف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الحَدِيث
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح وَالطَّبَرَانِيّ وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَعِنْدهم كَانَ الْفضل بن عَبَّاس رَدِيف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الحَدِيث