আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮২১
অধ্যায়ঃ হজ্জ
যমযমের পানিপানের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৮২১. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যমযমের পানি হচ্ছে ক্ষুধা নিবারণকারী খাদ্য এবং রোগের উপশম।
(হাদীসটি বাযযার সহীহ সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি বাযযার সহীহ সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي شرب مَاء زَمْزَم وَمَا جَاءَ فِي فَضله
1821- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم زَمْزَم طَعَام طعم وشفاء سقم
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد صَحِيح
قَوْله طَعَام طعم
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد صَحِيح
قَوْله طَعَام طعم