আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮২২
অধ্যায়ঃ হজ্জ
যমযমের পানিপানের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৮২২. হযরত আবুত-তুফায়ল (রা) সূত্রে হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আব্বাসকে বলতে শুনেছি যে, আমরা যমযমের পানিকে ক্ষুধা নিবারণকারী বলতাম আর পরিবার-পরিজনের জন্য এটিকে উত্তম সহায়ক মনে করতাম।
(হাদীসটি তাবারনী 'কবীর' এ বর্ণনা করেছেন। এটি মওকুফ সনদের একটি সহীহ হাদীস।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي شرب مَاء زَمْزَم وَمَا جَاءَ فِي فَضله
1822- وَعَن أبي الطُّفَيْل عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ سمعته يَقُول كُنَّا نسميها شباعة يَعْنِي زَمْزَم وَكُنَّا نجدها نعم العون على الْعِيَال

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَهُوَ مَوْقُوف صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান