আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩০৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩০৪. হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলতেনঃ প্রত্যেক বস্তুর একটি মরিচা স্খলনকারী রয়েছে, আর অন্তরের মরিচা স্খলনকারী হচ্ছে আল্লাহর যিক্র। আল্লাহর যিক্র অপেক্ষা আল্লাহর আযাব থেকে পরিত্রাণ দানকারী অন্য কোন জিনিস নেই। সাহাবীগণ বললেন, আল্লাহর পথের জিহাদও নয়? তিনি বললেন, আল্লাহর পথে তরবারি মেরে তা ভেঙ্গে ফেললেও নয়।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া ও বায়হাকী সাঈদ ইবন সিনান সূত্রে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা বায়হাকীর।)
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া ও বায়হাকী সাঈদ ইবন সিনান সূত্রে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা বায়হাকীর।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2304- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه كَانَ يَقُول إِن لكل شَيْء صقالة وَإِن صقالة الْقُلُوب ذكر الله وَمَا من شَيْء أنجى من عَذَاب الله من ذكر الله
قَالُوا وَلَا الْجِهَاد فِي سَبِيل الله قَالَ وَلَو أَن يضْرب بِسَيْفِهِ حَتَّى يَنْقَطِع
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ من رِوَايَة سعيد بن سِنَان وَاللَّفْظ لَهُ
قَالُوا وَلَا الْجِهَاد فِي سَبِيل الله قَالَ وَلَو أَن يضْرب بِسَيْفِهِ حَتَّى يَنْقَطِع
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ من رِوَايَة سعيد بن سِنَان وَاللَّفْظ لَهُ