আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩০৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩০৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) -কে জিজ্ঞাসা করা হল, কিয়ামতের দিন আল্লাহর নিকট শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বান্দা কারা হবে? তিনি বললেন, যারা অধিক পরিমাণে আল্লাহর যিক্‌র করে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ। আল্লাহর রাস্তায় মুজাহিদের চেয়েও? তিনি বললেন, কোন মুজাহিদ যদি কাফির ও মুশরিকদের উপর তরবারি উত্তোলন করে, এমনকি তা ভেঙ্গে যায় এবং নিজে রক্তস্নাত হয়ে যায়, তবুও অধিক পরিমাণে আল্লাহর যিক্‌রকারীগণ তার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি গরীব হাদীস। বায়হাকী এটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ প্রশ্ন করা হল, ইয়া রাসুলাল্লাহ। মানুষের মধ্যে মর্যাদায় শ্রেষ্ঠ কে? তিনি বললেন, আল্লাহর যিক্‌রকারীগণ।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2305- وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُئِلَ أَي الْعباد أفضل دَرَجَة عِنْد الله يَوْم الْقِيَامَة قَالَ الذاكرون الله كثيرا
قَالَ قلت يَا رَسُول الله وَمن الْغَازِي فِي سَبِيل الله قَالَ لَو ضرب بِسَيْفِهِ فِي الْكفَّار وَالْمُشْرِكين حَتَّى ينكسر ويختصب دَمًا لَكَانَ الذاكرون الله كثيرا أفضل مِنْهُ دَرَجَة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
وَرَوَاهُ الْبَيْهَقِيّ مُخْتَصرا
قَالَ قيل يَا رَسُول الله أَي النَّاس أعظم دَرَجَة قَالَ الذاكرون الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩০৫ | মুসলিম বাংলা