আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩০৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩০৬. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি রাত্রি জাগরণের সাধনায় অপারগ হয়, ধন-সম্পদ ব্যয়ের ব্যাপারে কৃপণতার শিকার হয় এবং শত্রুর বিরুদ্ধে জিহাদে পিছপা হয়, সে যেন অধিক পরিমাণে আল্লাহর যিক্‌র করে।
(হাদীসটি তাবারানী ও বায্‌যার রর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা বায্‌যারের। এর সনদে আবু ইয়াহইয়া কাত্তাত নামক একজন (সমালোচিত) রাবী রয়েছেন। অন্যান্য বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের বর্ণনায় নির্ভরযোগ্য। বায়হাকীও এটি এ সূত্রে বর্ণনা করেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2306- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من عجز مِنْكُم عَن اللَّيْل أَن يكابده وبخل بِالْمَالِ أَن يُنْفِقهُ وَجبن عَن الْعَدو أَن يجاهده فليكثر ذكر الله

رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار وَاللَّفْظ لَهُ وَفِي سَنَده أَبُو يحيى القَتَّات وبقيته مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ الْبَيْهَقِيّ من طَرِيقه أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩০৬ | মুসলিম বাংলা