আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩২০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩২০. হযরত আনাস (রা)-এর মা থেকে বর্ণিত যে, তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে কিছু উপদেশ দিন। রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি গুনাহ বর্জন করবে, কেননা এটি হল উত্তম হিজরত। ফরয সালাতের পূর্ণ পাবন্দী করবে, কেননা এটি হল উত্তম জিহাদ। আর অধিক পরিমাণে আল্লাহ যিক্‌র করবে, কেননা তুমি অধিক পরিমাণে যিকর করার চেয়ে আল্লাহর অধিকতর প্রিয় কোন বস্তু নিয়ে হাযির হতে পারবে না।
(হাদীসটি তাবারানী উত্তম সনদে বর্ণনা করেছেন। উম্মে আনাসের অপর বর্ণনায় রয়েছেঃ অধিক পরিমাণে আল্লাহর যিক্‌র করবে, কেননা এটিই আল্লাহর নিকট প্রিয়তম আমল, যা নিয়ে তুমি তাঁর সাথে সাক্ষাত করবে। তাবারানী বলেন, এই উম্মে আনাস অর্থাৎ দ্বিতীয়জন, হযরত আনাস ইবন মালিকের মা নন (ইনি অন্য মহিলা)।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2320- وَعَن أم أنس رَضِي الله عَنْهَا أَنَّهَا قَالَت يَا رَسُول الله أوصني قَالَ اهجري الْمعاصِي فَإِنَّهَا أفضل الْهِجْرَة وحافظي على الْفَرَائِض فَإِنَّهَا أفضل الْجِهَاد وأكثري من ذكر الله فَإنَّك لَا تأتين الله بِشَيْء أحب إِلَيْهِ من كَثْرَة ذكره

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
وَفِي رِوَايَة لَهما عَن أم أنس واذكري الله كثيرا فَإِنَّهُ أحب الْأَعْمَال إِلَى الله أَن تَلقاهُ بهَا
قَالَ الطَّبَرَانِيّ أم أنس هَذِه يَعْنِي الثَّانِيَة لَيست أم أنس بن مَالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান