আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩২১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩২১. হযরত মুয়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বেহেশতবাসীগণ কোন বিষয়ের উপর আক্ষেপ করবে না। কিন্তু তারা ঐ সময়টির জন্য আক্ষেপ করবে, যার মধ্যে তারা আল্লাহর যিক্‌র করে নাই।
(হাদীসটি তাবারানী তাঁর উস্তাদ মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম সূরী থেকে বর্ণনা করেছেন। কিন্তু তাঁর সমালোচনা ও নির্ভরযোগ্যতার ব্যাপারে আমার কিছু স্মরণ হচ্ছে না। সনদের অন্যান্য বর্ণনাকারীগণ সুপরিচিত ও নির্ভরযোগ্য ব্যক্তি। বায়হাকীও এটি বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ উত্তম।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2321- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ يتحسر أهل الْجنَّة إِلَّا على سَاعَة مرت بهم لم يذكرُوا الله تَعَالَى فِيهَا

رَوَاهُ الطَّبَرَانِيّ عَن شَيْخه مُحَمَّد بن إِبْرَاهِيم الصُّورِي وَلَا يحضرني فِيهِ جرح وَلَا عَدَالَة وَبَقِيَّة إِسْنَاده ثِقَات معروفون وَرَوَاهُ الْبَيْهَقِيّ بأسانيد أَحدهَا جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান