আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩২২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩২২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বহুল পরিমাণে আল্লাহর যিক্‌র করবে না, সে ঈমানহারা হয়ে যাবে।*
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাত' ও 'সগীরে' বর্ণনা করেছেন। আর এ হাদীসটি গরীব।)

*যে ব্যক্তি যিক্‌র থেকে উদাসীন ও গাফিল হয়ে থাকে, তার অন্তরে একটি পর্দা পড়ে যায়। যার দরুণ সে আল্লাহর বিধানাবলী পালন করা থেকে বঞ্চিত হয়ে পড়ে। এভাবে আল্লাহ ও তার মধ্যে দূরত্ব সৃষ্টি হতে থাকে। তাই এমন আশংকা দেখা দেয় যে, মৃত্যুর সময় সে ব্যক্তি ঈমানহারা হয়ে যেতে পারে। উপরোক্ত হাদীসটিতে এ অশুভ পরিণতির প্রতিই ইঙ্গিত করা হয়েছে।
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2322- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لم يكثر ذكر الله فقد برىء من الْإِيمَان

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَهُوَ حَدِيث غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান