আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩২৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩২৬. হয়রত মু'আবিয়া (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন তাঁর সাহাবীদের একটি মজলিসে এসে উপস্থিত হলেন এবং বললেন, তোমাদেরকে এখানে কিসে বসিয়ে রেখেছে? তাঁরা বললেন, আমরা আল্লাহর যিক্‌র করতে এবং তিনি যে আমাদেরকে ইসলামের প্রতি হিদায়াত করে বিরাট অনুগ্রহ করেছেন, এর কৃতজ্ঞতা প্রকাশ করতে বসে আছি। তিনি বললেন, তোমরা কি শপথ করে বলতে পার যে, এ বিষয়টিই তোমাদেরকে বসিয়ে রেখেছে? তাঁরা বললেন, আল্লাহর শপথ। এ জিনিসটিই আমাদেরকে বসিয়ে রেখেছে। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে কোন অবিশ্বাসের কারণে শপথ করতে বলিনি, বরং ব্যাপার এই যে, এইমাত্র জিবরাঈল (আ) আমার নিকট এসে সংবাদ দিলেন যে, মহান আল্লাহ ফিরিশতাদের কাছে তোমাদের নিয়ে গর্ব করছেন।
(হাদীসটি মুসলিম, তিরমিযী ও নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2326- وَعَن مُعَاوِيَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خرج على حَلقَة من أَصْحَابه فَقَالَ مَا أجلسكم قَالُوا جلسنا نذْكر الله ونحمده على مَا هدَانَا لِلْإِسْلَامِ وَمن بِهِ علينا
قَالَ آللَّهُ مَا أجلسكم إِلَّا ذَلِك قَالُوا آللَّهُ مَا أجلسنا إِلَّا ذَلِك قَالَ أما إِنِّي لم أستحلفكم تُهْمَة لكم وَلكنه أَتَانِي جِبْرَائِيل فَأَخْبرنِي أَن الله عز وَجل يباهي بكم الْمَلَائِكَة

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩২৬ | মুসলিম বাংলা