আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩২৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩২৭. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ কিয়ামতের দিন বলবেনঃ সমবেত লোকজন শীঘ্রই জানতে পারবে যে, কারা সম্মানের অধিকারী। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ। সম্মানের অধিকারী কারা? তিনি বললেন, যিকরের মজলিসের লোকজন।
(হাদীসটি আহমদ, আবু ইয়ালা এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী প্রমুখ বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ, আবু ইয়ালা এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী প্রমুখ বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2327- عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَقُول الله عز وَجل يَوْم الْقِيَامَة سَيعْلَمُ أهل الْجمع من أهل الْكَرم فَقيل وَمن أهل الْكَرم يَا رَسُول الله قَالَ أهل مجَالِس الذّكر
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَغَيرهم
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَغَيرهم