আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩২৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩২৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা) যখন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কোন সাহাবীর সাক্ষাত লাভ করতেন, তখন বলতেনঃ আস, অল্প কিছুক্ষন (আল্লাহর যিক্‌র করে) আমাদের প্রভুর প্রতি ঈমানকে তাজা করে নিই। একদিন তিনি জনৈক ব্যক্তিকে একথা বললেন। লোকটি ভীষণ রেগে গেল এবং রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট গিয়ে বললঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কি ইবন রাওয়াহাকে দেখছেন না যে, সে আপনার ঈমান থেকে অল্প সময়ের ঈমানের প্রতি আগ্রহ পোষণ করে? রাসূলুল্লাহ(ﷺ) তখন বললেনঃ আল্লাহ ইব্‌ন রাওয়াহার উপরা করুণা বর্ষণ করুন। সে তো এমন সব মজলিসকে ভালবাসে যেগুলো নিয়ে ফিরিশতাগণ গর্ব করে থাকেন।
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2328- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ كَانَ عبد الله بن رَوَاحَة إِذا لَقِي الرجل من أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تعال نؤمن بربنا سَاعَة فَقَالَ ذَات يَوْم لرجل فَغَضب الرجل فجَاء إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أَلا ترى إِلَى ابْن رَوَاحَة يرغب عَن إيمانك إِلَى إِيمَان سَاعَة فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يرحم الله ابْن رَوَاحَة إِنَّه يحب الْمجَالِس الَّتِي تتباهى بهَا الْمَلَائِكَة

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩২৮ | মুসলিম বাংলা