আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৩০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩৩০. হযরত সাহল ইবনুল হানুযালিয়া (রা) থেকে এ হাদীসটি তাবারানী এভাবেও বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোন সম্প্রদায় যখন কোন মজলিসে বসে মহান আল্লাহর যিক্‌র করতে থাকে, তখন তাদেরকে বলা হয়, তোমরা যাও, আল্লাহ্‌ তোমাদেরকে মার্জনা করে দিয়েছেন এবং তোমাদের পাপসমূহকে পুণ্যরাশিতে পরিবর্তিত করে দেয়া হয়েছে।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2330- وَرَوَاهُ الطَّبَرَانِيّ عَن سهل ابْن الحنظلية رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا جلس قوم مَجْلِسا يذكرُونَ الله عز وَجل فِيهِ فَيقومُونَ حَتَّى يُقَال لَهُم قومُوا قد غفر الله لكم وبدلت سَيِّئَاتكُمْ حَسَنَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান