আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৩১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩৩১. হযরত আনাস (রা) সূত্রেই নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আল্লাহর একদল পর্যটক ফিরিশতা রয়েছেন যারা যিক্রের মজলিসসমূহের সন্ধানে ব্যাপৃত থাকেন। তাঁরা যখন যিকরকারীদের সমাবেশে আসেন তখন তাঁরা তাদেরকে ঢেকে ফেলেন। তারপর নিজেদের হাত আসমানের দিকে মহান আল্লাহর দরবারে প্রসারিত করে বলতে থাকেন। হে আমাদের প্রতিপালক। আমরা তোমার এমন কিছু সংখ্যক বাখার নিকট এসেছি, যারা তোমার অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করছে, তোমার কিতাব তিলাওয়াত করছে, তোমার নবী মুহাম্মদ (ﷺ) -এর উপর দরূদ পাঠ করছে এবং তারা তাদের দুনিয়া ও আখিরাতের জন্য প্রার্থনা করছে। মহান আল্লাহ তখন বলেনঃ আমার রহমত দ্বারা এদেরকে ঢেকে ফেল। এরা এমন মজলিসের লোক যে, এদের সাথে উপবেশনকারী তাদের কোন সাথীও বঞ্চিত হয় না।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন।)
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2331 - وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ أَيْضا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن لله سيارة من الْمَلَائِكَة يطْلبُونَ حلق الذّكر فَإِذا أَتَوا عَلَيْهِم حفوا بهم ثمَّ يقفون وأيديهم إِلَى السَّمَاء إِلَى رب الْعِزَّة تبَارك وَتَعَالَى فَيَقُولُونَ رَبنَا أَتَيْنَا على عباد من عِبَادك يعظمون آلاءك ويتلون كتابك وَيصلونَ على نبيك مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم ويسألونك لآخرتهم ودنياهم فَيَقُول الله تبَارك وَتَعَالَى غشوهم رَحْمَتي فهم الجلساء لَا يشقى بهم جليسهم
رَوَاهُ الْبَزَّار
رَوَاهُ الْبَزَّار