আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৩৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩৩৪. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট আসলেন এবং বললেন, হে লোক সকল। আল্লাহর একদল পর্যটক ফিরিশতা রয়েছেন, যারা আসমান থেকে অবতরণ করেন ও পৃথিবীর বুকে যিকরের মজলিসে দাঁড়িয়ে যান। অতএব তোমরা জান্নাতের বাগানসমূহে মনের সাধে তার ফলমূল খাও। সাহাবীগণ বললেন, জান্নাতের বাগানসমূহ কোথায়? রাসূলুল্লাহ্ বললেন, যিকরের মজলিসসমূহ তাই তোমরা সকাল ও বিকাল আল্লাহর যিকরে কাটিয়ে দাও। তোমাদের মনে তাঁর স্মরণকে সদ্য জাগ্রত রাখ। যে ব্যক্তি একথা জানতে চায় যে, আল্লাহর নিকট তার কি স্থান রয়েছে, সে যেন চিন্তা করে দেখে, তার কাছে আল্লাহর কি স্থান রয়েছে। কেননা আল্লাহ্ বান্দাকে তাঁর নিকট এতটুকু স্থানই দান করবেন, সে তার অন্তরে আল্লাহকে যতটুকু স্থান দিয়েছিল।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া, আবু ইয়ালা, বাযযার, তাবারানী, হাকিম ও বায়হাকী বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ। (সংকলক বলেনঃ) তাঁদের সবার সনদেই উফরার আযাদকৃত গোলাম উমর নামক বর্ণনাকারীটি রয়েছেন। তাঁর বিষয়ে সামনে আলোচনা আসবে। সনদের অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। হাদীসটি হাসান। বাকী আল্লাহই ভাল জানেন।)
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া, আবু ইয়ালা, বাযযার, তাবারানী, হাকিম ও বায়হাকী বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ। (সংকলক বলেনঃ) তাঁদের সবার সনদেই উফরার আযাদকৃত গোলাম উমর নামক বর্ণনাকারীটি রয়েছেন। তাঁর বিষয়ে সামনে আলোচনা আসবে। সনদের অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। হাদীসটি হাসান। বাকী আল্লাহই ভাল জানেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2334- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا أَيهَا النَّاس إِن لله سَرَايَا من الْمَلَائِكَة تحل وتقف على مجَالِس الذّكر فِي الأَرْض فارتعوا فِي رياض الْجنَّة قَالُوا وَأَيْنَ رياض الْجنَّة قَالَ مجَالِس الذّكر فاغدوا أَو روحوا فِي ذكر الله وذكروه أَنفسكُم من كَانَ يحب أَن يعلم مَنْزِلَته عِنْد الله فَلْينْظر كَيفَ منزلَة الله عِنْده فَإِن الله ينزل العَبْد مِنْهُ حَيْثُ أنزلهُ من نَفسه
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَأَبُو يعلى وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ المملي رَضِي الله عَنهُ فِي أسانيدهم كلهَا عمر مولى عفرَة وَيَأْتِي الْكَلَام عَلَيْهِ وَبَقِيَّة أسانيدهم ثِقَات مَشْهُورُونَ مُحْتَج بهم والْحَدِيث حسن وَالله أعلم
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَأَبُو يعلى وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ المملي رَضِي الله عَنهُ فِي أسانيدهم كلهَا عمر مولى عفرَة وَيَأْتِي الْكَلَام عَلَيْهِ وَبَقِيَّة أسانيدهم ثِقَات مَشْهُورُونَ مُحْتَج بهم والْحَدِيث حسن وَالله أعلم