আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৩৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩৩৫. হযরত আমর ইবন আবাসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি। আল্লাহর ডানদিকে অবশ্য তাঁর উভয় হাতই ডান- এমন কিছু লোক থাকবে যারা নবীও নন, শহীদও নন; কিন্তু তাঁদের চেহারার উজ্জ্বল্য দৃষ্টিপাতকারীদের দৃষ্টিকে আচ্ছন্ন করে ফেলবে। তাঁদের মর্যাদাপূর্ণ অবস্থান ও আল্লাহর নৈকট্য দেখে নবী-রাসূল এবং শহীদগণ ঈর্ষা করবেন। প্রশ্ন করা হল, ইয়া রাসূলাল্লাহ্! এঁরা কারা? তিনি বললেন, বিভিন্ন গোত্রের বিচ্ছিন্ন জনগোষ্ঠী যারা আল্লাহর যিকরের উদ্দেশ্যে সমবেত হয় এবং উত্তম বাণীকে চয়ণ করে নেয়। যেমন খেজুর আহারকারী উত্তম খেজুরগুলোকে বেছে নেয়।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর সনদটি নির্দোষ ও গ্রহণযোগ্য।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2335- وَعَن عَمْرو بن عبسة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول عَن يَمِين الرَّحْمَن وكلتا يَدَيْهِ يَمِين رجال لَيْسُوا بِأَنْبِيَاء وَلَا شُهَدَاء يغشى بَيَاض وُجُوههم نظر الناظرين يَغْبِطهُمْ النَّبِيُّونَ وَالشُّهَدَاء بِمَقْعَدِهِمْ وقربهم من الله عز وَجل
قيل يَا رَسُول الله من هم قَالَ هم جماع من نوازع الْقَبَائِل يَجْتَمعُونَ على ذكر الله فينتقون أطايب الْكَلَام كَمَا ينتقي آكل التَّمْر أطايبه

رَوَاهُ الطَّبَرَانِيّ وَإِسْنَاده مقارب لَا بَأْس بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান