আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৫৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৫৫. হযরত রিফা'আ জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা একদা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে ভ্রমণ করলাম। যখন কালীদ অথবা ক্বাদীদ নামক স্থানে পৌছলাম, তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং উত্তম। বাক্য উচ্চারণ করলেন। আর বললেন, আমি আল্লাহর নিকট সাক্ষ্য দিচ্ছি যে, কোন ব্যক্তি যদি এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসুল। অতঃপর সঠিক পেলে জীবন পরিচালনা করে, তবে সে অবশ্যই জান্নাতে যাবে।
(হাদীসটি আহমদ নির্দোষ সনদে বর্ণনা করেছন। আর এটি একটি দীর্ঘ হাদীসের অংশবিশেষ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2355- وَعَن رِفَاعَة الْجُهَنِيّ رَضِي الله عَنهُ قَالَ أَقبلنَا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَتَّى إِذا كُنَّا بالكديد أَو بِقديد فَحَمدَ الله وَقَالَ خيرا وَقَالَ أشهد عِنْد الله لَا يَمُوت عبد يشْهد أَن لَا إِلَه إِلَّا الله وَأَنِّي رَسُول الله صدقا من قلبه ثمَّ يسدد إِلَّا سلك فِي الْجنَّة

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَهُوَ قِطْعَة من حَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩৫৫ | মুসলিম বাংলা