আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৬২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৬২. হযরত আবুদল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কুরআনের বাণী "যে ব্যক্তি পুণ্য নিয়ে আসবে" এর অর্থ হল, যে ব্যক্তি “লা-ইলাহা ইল্লাল্লাহ" নিয়ে আসবে। আর "যে ব্যক্তি পাপ নিয়ে আসবে" এর অর্থ হল "যে শিরক নিয়ে আসবে।"
(হাদীসটি হাকিম মাওকুফ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি বুখারী-মুসলিমের শর্তানুসারে সহীহ।)
(হাদীসটি হাকিম মাওকুফ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি বুখারী-মুসলিমের শর্তানুসারে সহীহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2362- وَعَن عبد الله رَضِي الله عَنهُ من جَاءَ بِالْحَسَنَة قَالَ من جَاءَ بِلَا إِلَه إِلَّا الله وَمن جَاءَ بِالسَّيِّئَةِ قَالَ من جَاءَ بالشرك
رَوَاهُ الْحَاكِم مَوْقُوفا وَقَالَ صَحِيح على شَرطهمَا
رَوَاهُ الْحَاكِم مَوْقُوفا وَقَالَ صَحِيح على شَرطهمَا