আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৬৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৬৩. হযরত আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি। আমি এমন একটি কালেমার কথা জানি যে, কোন বান্দা যদি এটি খাঁটি অন্তরে পাঠ করে এবং এর উপর মৃত্যুবরণ করে। তবে জাহান্নামের জন্যে সে হারাম হয়ে যাবে। সেটি হলঃ লা ইলাহা ইল্লাল্লাহ।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি বুখারী-মুসলিমের শর্তানুসারে সহীহ।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি বুখারী-মুসলিমের শর্তানুসারে সহীহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2363- وَعَن عَمْرو رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِنِّي لأعْلم كلمة لَا يَقُولهَا عبد حَقًا من قلبه فَيَمُوت على ذَلِك إِلَّا حرم على النَّار لَا إِلَه إِلَّا الله
رَوَاهُ الْحَاكِم
وَقَالَ صَحِيح على شَرطهمَا وروياه بِنَحْوِهِ
رَوَاهُ الْحَاكِم
وَقَالَ صَحِيح على شَرطهمَا وروياه بِنَحْوِهِ