আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৬৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৬৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা অধিক পরিমাণে "লা ইলাহা ইল্লাল্লাহ" সাক্ষ্য দান কর, এর পূর্বেই যে, তোমাদের ও এর মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়া হবে।
(হাদীসটি আবূ ইয়ালা অত্যন্ত উত্তম ও শক্তিশালী সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবূ ইয়ালা অত্যন্ত উত্তম ও শক্তিশালী সনদে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2364- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَكْثرُوا من شَهَادَة أَن لَا إِلَه إِلَّا الله قبل أَن يُحَال بَيْنكُم وَبَينهَا
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد جيد قوي
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد جيد قوي