আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৬৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৬৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহর আরশের সামনে নূরের একটি খুঁটি রয়েছে। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন খুঁটিটি কাঁপতে থাকে। আল্লাহ্ তখন বলেন, তুমি স্থির হও। সে বলে, আমি কি করে স্থির হব অথচ এর প্রবক্তাকে এখনও মার্জনা করা হয়নি। আল্লাহ্ তখন বলেন, আমি তাকে মার্জনা করে দিলাম। এ সময় সে স্থির হয়ে যায়।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন আর এটি গরীব হাদীস।)
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন আর এটি গরীব হাদীস।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2367- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن لله تبَارك وَتَعَالَى عمودا من نور بَين يَدي الْعَرْش فَإِذا قَالَ العَبْد لَا إِلَه إِلَّا الله اهتز ذَلِك العمود فَيَقُول الله تبَارك وَتَعَالَى اسكن فَيَقُول كَيفَ أسكن وَلم تغْفر لقائلها فَيَقُول إِنِّي قد غفرت لَهُ فيسكن عِنْد ذَلِك
رَوَاهُ الْبَزَّار وَهُوَ غَرِيب
رَوَاهُ الْبَزَّار وَهُوَ غَرِيب