আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৬৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৬৮. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা কবরে এবং হাশরে নিঃসঙ্গতা অনুভব করবে না। আমি যেন লা ইলাহা ইল্লাল্লাহওয়ালাদেরকে দেখতে পাচ্ছি যে, তারা নিজেদের মাথা থেকে ধুলোবালি ঝাড়ছে আর বলছেঃ সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের থেকে দুশ্চিন্তা দূর করে দিয়েছেন।
অন্য বর্ণনায় রয়েছে। লা-ইলাহা ইল্লাল্লাহওয়ালাদের মৃত্যুর সময় এবং কবরে কোন ভয়-ভীতি নেই।
(হাদীসটি তাবারানী ও বায়হাকী বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই এটিই ইয়াহইয়া ইব্ন আবদুল হামীদ হিমানী সূত্রে বর্ণনা করেন। হাদীসটির পাঠ অপ্রসিদ্ধ।)
অন্য বর্ণনায় রয়েছে। লা-ইলাহা ইল্লাল্লাহওয়ালাদের মৃত্যুর সময় এবং কবরে কোন ভয়-ভীতি নেই।
(হাদীসটি তাবারানী ও বায়হাকী বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই এটিই ইয়াহইয়া ইব্ন আবদুল হামীদ হিমানী সূত্রে বর্ণনা করেন। হাদীসটির পাঠ অপ্রসিদ্ধ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2368- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ على أهل لَا إِلَه إِلَّا الله وَحْشَة فِي قُبُورهم وَلَا منشرهم وَكَأَنِّي أنظر إِلَى أهل لَا إِلَه إِلَّا الله وهم يَنْفضونَ التُّرَاب عَن رؤوسهم وَيَقُولُونَ الْحَمد لله الَّذِي أذهب عَنَّا الْحزن
وَفِي رِوَايَة لَيْسَ على أهل لَا إِلَه إِلَّا الله وَحْشَة عِنْد الْمَوْت وَلَا عِنْد الْقَبْر
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة يحيى بن عبد الحميد الْحمانِي وَفِي مَتنه نَكَارَة
وَفِي رِوَايَة لَيْسَ على أهل لَا إِلَه إِلَّا الله وَحْشَة عِنْد الْمَوْت وَلَا عِنْد الْقَبْر
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة يحيى بن عبد الحميد الْحمانِي وَفِي مَتنه نَكَارَة