আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৬৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৬৯. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি কি তোমাদেরকে বলব না যে, নূহ (আ) তাঁর ছেলেকে কি ওসীয়ত করেছিলেন? সবাই বলল, জ্বী হ্যাঁ, বলুন। তিনি তখন বললেন, নূহ (আ) তাঁর ছেলেকে বলেছিলেনঃ হে বৎস। আমি তোমাকে দু'টি কাজ করার ওসীয়ত করছি আর দু'টি কাজ থেকে বারণ করছি। তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার ওসীয়ত করছি। কেননা এটি যদি এক পাল্লায় রাখা হয় আর সপ্ত আকাশ ও যমীন অপর পাল্লায় রাখা হয়, তবুও এটি ভারী হয়ে যাবে। আসমান-যমীন সব মিলে যদি একটি গোলক হয়ে যায়, তা হলে লা ইলাহা ইল্লাল্লাহ এটিকে ভেদ করে আল্লাহর নিকট পৌছে যাবে। তারপর তিনি সম্পূর্ণ হাদীসটি বর্ণনা করলেন।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। ইবন ইসহাক ব্যতীত এর সকল বর্ণনাকারীই সহীহ গ্রন্থের হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য। এ হাদীসটি নাসাঈতে সালিহ ইবন সাঈদ... সুলায়মান ইবন ইয়াসার... জনৈক আনসারী সাহাবী থেকে, যাঁর নাম উল্লেখ করা হয়নি-মারফুরূপে বর্ণিত হয়েছে। হাকিম এটি আবদুল্লাহ (রা) থেকে বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। তাঁর ভাষ্যটি হলঃ তিনি বললেন, আমি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নির্দেশ দিচ্ছি। কেননা আসমান-যমীন ও এগুলোর মধ্যস্থিত সবকিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখা হয়, তবেএ পাল্লাটিই আসমান-যমীনের চেয়ে ওজনে ভারী হয়ে যাবে। সকল আসমান-যমীন ও এগুলোর মধ্যস্থিত সবকিছু যদি একটি লোহার গোলকে পরিণত হয়ে যায় আর লা ইলাহা ইল্লাল্লাহকে এগুলোর উপর রেখে দেয়া হয়, তবে এটি আসমান-যমীনকে ভেদ করে যাবে। আমি তোমাদেরকে "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি" পাঠ করার নির্দেশ দিচ্ছি। কেননা এটি হল সকল জিনিসের তাসবীহ এবং এর বিনিময়েই সকল বস্তুকে জীবিকা প্রদান করা হয়।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2369- وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا أَيْضا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أخْبركُم بِوَصِيَّة نوح ابْنه قَالُوا بلَى
قَالَ أوصى نوح ابْنه فَقَالَ لِابْنِهِ يَا بني إِنِّي أوصيك بِاثْنَتَيْنِ وأنهاك عَن اثْنَتَيْنِ أوصيك بقول لَا إِلَه إِلَّا الله فَإِنَّهَا لَو وضعت فِي كفة وَوضعت السَّمَوَات وَالْأَرْض فِي كفة لرجحت بِهن وَلَو كَانَت حَلقَة لقصمتهن حَتَّى تخلص إِلَى الله
فَذكر الحَدِيث
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا ابْن إِسْحَاق وَهُوَ فِي النَّسَائِيّ عَن صَالح بن سعيد رَفعه إِلَى سُلَيْمَان بن يسَار إِلَى رجل من الْأَنْصَار لم يسمه
وَرَوَاهُ الْحَاكِم عَن عبد الله وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَفظه قَالَ وآمركما بِلَا إِلَه إِلَّا الله فَإِن السَّمَوَات وَالْأَرْض وَمَا فيهمَا لَو وضعت فِي كفة وَوضعت لَا إِلَه إِلَّا الله فِي الكفة الْأُخْرَى كَانَت أرجح مِنْهُمَا وَلَو أَن السَّمَوَات وَالْأَرْض وَمَا فيهمَا كَانَت حَلقَة فَوضعت لَا إِلَه إِلَّا الله عَلَيْهِمَا لقصمتهما وآمركما بسبحان الله وَبِحَمْدِهِ فَإِنَّهَا صَلَاة كل شَيْء وَبهَا يرْزق كل شَيْء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩৬৯ | মুসলিম বাংলা