আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৮২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৩৮২. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, আমি কি তোমাকে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্যটির কথা বলব না? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্যটির কথা আমাকে বলুন। তিনি তখন বললেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্যটি হল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী।
(হাদীসটি মুসলিম, নাসাঈ ও তিরমিযী বর্ণনা করেছেন। তবে তাঁর বর্ণনায় বাক্যটি এরূপ রয়েছে। সুবহানা রাব্বী ওয়া বিহামদিহী। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2382- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أخْبرك بِأحب الْكَلَام إِلَى الله
قلت يَا رَسُول الله أَخْبرنِي بِأحب الْكَلَام إِلَى الله فَقَالَ إِن أحب الْكَلَام إِلَى الله سُبْحَانَ الله وَبِحَمْدِهِ

رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ إِلَّا أَنه قَالَ سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ
وَقَالَ حَدِيث حسن صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩৮২ | মুসলিম বাংলা