আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৮৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৩৮৩. মুসলিমের এক বর্ণনায় রয়েছেঃ রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হল, কোন বাক্যটি সর্বোত্তম? তিনি বললেন, যে বাক্যটি আল্লাহ্ তাঁর ফিরিশতাদের জন্য অথবা তাঁর বান্দাদের জন্য নির্বাচন করেছেন। আর সেটি হলঃ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2383- وَفِي رِوَايَة مُسلم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُئِلَ أَي الْكَلَام أفضل قَالَ مَا اصْطفى الله لملائكته أَو لِعِبَادِهِ سُبْحَانَ الله وَبِحَمْدِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩৮৩ | মুসলিম বাংলা