আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৮৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৩৮৪. হযরত ইবন উমর (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি একবার 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী' পাঠ করবে, তার জন্য এক লক্ষ চাব্বিশ হাজার নেকী লিখে দেয়া হবে আর যে ব্যক্তি 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আল্লাহর নিকট একটি বিশেষ প্রতিশ্রুতি থাকবে।
(হাদীসটি তাবারানী একটি সমালোচিত সনদে বর্ণনা করেছেন। তিনি আইয়ূব ইবন উতবা... আতা সূত্রেও এ হাদীসটি বর্ণনা করেছেন। এতে তিনি এ অংশটি অতিরিক্ত বর্ণনা করেছেন।
জনৈক ব্যক্তি তখন বলল, ইয়া রাসুলাল্লাহ্। এরপর তাহলে আমরা কিভাবে ধ্বংস হয়ে যাব (অর্থাৎ এত ফযীলতের পর আমাদের তো আর দুশ্চিন্তার কোন কারণ নেই)। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কিয়ামতের দিন মানুষ এমন আমল নিয়ে আসবে যে, এটি যদি পাহাড়ে রাখা হয়, তা হলে এটি নুয়ে পড়বে। কিন্তু তখনই আল্লাহর নিয়ামতসমূহের কোন একটি এসে দাঁড়াবে এবং সকল আমলকে নিঃশেষ করে দিতে চাইবে। হ্যা তবে যদি আল্লাহ্ তাঁর অপার অনুগ্রহে কাউকে দয়া করেন।)
(হাদীসটি তাবারানী একটি সমালোচিত সনদে বর্ণনা করেছেন। তিনি আইয়ূব ইবন উতবা... আতা সূত্রেও এ হাদীসটি বর্ণনা করেছেন। এতে তিনি এ অংশটি অতিরিক্ত বর্ণনা করেছেন।
জনৈক ব্যক্তি তখন বলল, ইয়া রাসুলাল্লাহ্। এরপর তাহলে আমরা কিভাবে ধ্বংস হয়ে যাব (অর্থাৎ এত ফযীলতের পর আমাদের তো আর দুশ্চিন্তার কোন কারণ নেই)। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কিয়ামতের দিন মানুষ এমন আমল নিয়ে আসবে যে, এটি যদি পাহাড়ে রাখা হয়, তা হলে এটি নুয়ে পড়বে। কিন্তু তখনই আল্লাহর নিয়ামতসমূহের কোন একটি এসে দাঁড়াবে এবং সকল আমলকে নিঃশেষ করে দিতে চাইবে। হ্যা তবে যদি আল্লাহ্ তাঁর অপার অনুগ্রহে কাউকে দয়া করেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2384- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ سُبْحَانَ الله وَبِحَمْدِهِ كتب لَهُ مائَة ألف حَسَنَة وَأَرْبَعَة وَعِشْرُونَ ألف حَسَنَة وَمن قَالَ لَا إِلَه إِلَّا الله كَانَ لَهُ بهَا عهد عِنْد الله يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد فِيهِ نظر
زَاد فِي رِوَايَة لَهُ عَن أَيُّوب بن عتبَة عَن عَطاء عَنهُ بِنَحْوِهِ فَقَالَ رجل كَيفَ نهلك بعد هَذَا يَا رَسُول الله قَالَ إِن الرجل ليَأْتِي يَوْم الْقِيَامَة بِالْعَمَلِ لَو وضع على جبل لأثقله فتقوم النِّعْمَة من نعم الله تكَاد أَن تستنفد ذَلِك كُله إِلَّا أَن يتطول الله برحمته
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد فِيهِ نظر
زَاد فِي رِوَايَة لَهُ عَن أَيُّوب بن عتبَة عَن عَطاء عَنهُ بِنَحْوِهِ فَقَالَ رجل كَيفَ نهلك بعد هَذَا يَا رَسُول الله قَالَ إِن الرجل ليَأْتِي يَوْم الْقِيَامَة بِالْعَمَلِ لَو وضع على جبل لأثقله فتقوم النِّعْمَة من نعم الله تكَاد أَن تستنفد ذَلِك كُله إِلَّا أَن يتطول الله برحمته