আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬১৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬১৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, জনৈক আনসারী ব্যক্তি নবী করীম (ﷺ) -এর নিকট এসে ভিক্ষা চাইল। রাসুলুল্লাহ্ (ﷺ) বললেন, তোমার ঘরে কি কিছুই নেই? সে বলল, জ্বী হ্যাঁ, একটি কম্বল আছে যার অর্ধেক পরিধান করি আর অর্ধেক বিছিয়ে থাকি। আর আছে একটি পানপাত্র। তিনি বললেন এ, দু'টি জিনিস আমার কাছে নিয়ে আস। সে এগুলো নিয়ে আসল। রাসূলুল্লাহ্ (ﷺ) তখন এগুলো হাতে নিয়ে বললেনঃ এগুলো কে কিনবে? জনৈক ব্যক্তি বলল, আমি এক দিরহামে নেব। রাসূলুল্লাহ বললেন, এক দিরহামের চেয়ে বেশি দিয়ে কে নেবে? কথাটি তিনি দুই অথবা তিনবার বললেন। তখন এক ব্যক্তি বলল, আমি দু'দিরহাম দিয়ে নেব। রাসূলুল্লাহ জিনিস দু'টি তাকেই দিয়ে দিলেন এবং দিরহাম দু'টি গ্রহণ করে আনসারী ব্যক্তিকে দিলেন এবং বললেনঃ এর এক দিরহাম দিয়ে খাদ্য কিনে তোমার পরিবারকে দিয়ে আস আর দ্বিতীয় দিরহামটি দিয়ে একটি কুড়াল কিনে নিয়ে আস। সে কুড়াল কিনে নিয়ে আসলে রাসূলুল্লাহ (ﷺ) নিজ হাতে এর হাতল লাগিয়ে দিলেন। অতঃপর বললেন, যাও কাঠ সংগ্রহ করে বিক্রি করতে থাক। আর আমি যেন পনের দিন তোমাকে না দেখি। লোকটি তাই করল। কিছুদিন পর লোকটি যখন আসল, তখন সে দশ দিরহাম সঞ্চয় করে নিয়েছিল। অতএব সে অর্ধেক দিয়ে বস্ত্র ও অর্ধেক দিয়ে খাদ্য কিনে নিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ এটিই তোমার জন্য এর চেয়ে উত্তম যে, ভিক্ষাবৃত্তি কিয়ামতের দিন তোমার চেহারায় একটি কলঙ্ক নিয়ে আসবে। হাদীসের শেষ পর্যন্ত।
(হাদীসটি আবূ দাউদ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। নাসাঈ এবং তিরমিযীও এটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান। পূর্ণ হাদীসটি ভিক্ষাবৃত্তি অধ্যায়ে ইতোপূর্বেও বর্ণিত হয়েছে।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2615- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رجلا من الْأَنْصَار أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَسَأَلَهُ فَقَالَ أما فِي بَيْتك شَيْء قَالَ بلَى حلْس نلبس بعضه ونبسط بعضه
وَقَعْب نشرب فِيهِ من المَاء قَالَ ائْتِنِي بهما فَأَتَاهُ بهما فَأَخذهُمَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِيَدِهِ وَقَالَ من يَشْتَرِي هذَيْن قَالَ
رجل أَنا آخذهما بدرهم
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من يزِيد على دِرْهَم مرَّتَيْنِ أَو ثَلَاثًا قَالَ رجل أَنا آخذهما بِدِرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا إِيَّاه فَأخذ الدرهمين فَأَعْطَاهُمَا الْأنْصَارِيّ وَقَالَ اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَاما فانبذه إِلَى أهلك واشتر بِالْآخرِ قدومًا فائتني بِهِ فَأَتَاهُ بِهِ فَشد فِيهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عودا بِيَدِهِ ثمَّ قَالَ اذْهَبْ فاحتطب وبع وَلَا أرينك خَمْسَة عشر يَوْمًا فَفعل فجَاء وَقد أصَاب عشرَة دَرَاهِم فَاشْترى بِبَعْضِهَا ثوبا وببعضها طَعَاما فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَذَا خير لَك من أَن تَجِيء الْمَسْأَلَة نُكْتَة فِي وَجهك يَوْم الْقِيَامَة
الحَدِيث

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَتقدم بِتَمَامِهِ فِي الْمَسْأَلَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৬১৫ | মুসলিম বাংলা