আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬১৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬১৬. হযরত সাঈদ ইবন উমায়র (রা) সূত্রে তাঁর চাচা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) কে প্রশ্ন করা হলঃ কোন উপার্জনটি সর্বাধিক পবিত্র? তিনি বললেন, মানুষের নিজের হাতের উপার্জন এবং সকল হালাল উপার্জন।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। ইবন মুঈন বলেনঃ সাঈদ ইবন উমায়র এর চাচার নাম বারা। বায়হাকী এ হাদীসটি সাঈদ ইবন উমায়র থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এ. সূত্রটিই বিশুদ্ধ। আর যাঁরা এটি তাঁর চাচার সূত্র উল্লেখ করে বর্ণনা করেছেন, তাঁরা ভুল করেছেন।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। ইবন মুঈন বলেনঃ সাঈদ ইবন উমায়র এর চাচার নাম বারা। বায়হাকী এ হাদীসটি সাঈদ ইবন উমায়র থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এ. সূত্রটিই বিশুদ্ধ। আর যাঁরা এটি তাঁর চাচার সূত্র উল্লেখ করে বর্ণনা করেছেন, তাঁরা ভুল করেছেন।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2616- وَعَن سعيد بن عُمَيْر عَن عَمه رَضِي الله عَنهُ قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الْكسْب أطيب قَالَ عمل الرجل بِيَدِهِ وكل كسب مبرور
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ ابْن معِين عَم سعيد هُوَ الْبَراء
وَرَوَاهُ الْبَيْهَقِيّ عَن سعيد بن عُمَيْر مُرْسلا وَقَالَ هَذَا هُوَ الْمَحْفُوظ وَأَخْطَأ من قَالَ عَن عَمه
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ ابْن معِين عَم سعيد هُوَ الْبَراء
وَرَوَاهُ الْبَيْهَقِيّ عَن سعيد بن عُمَيْر مُرْسلا وَقَالَ هَذَا هُوَ الْمَحْفُوظ وَأَخْطَأ من قَالَ عَن عَمه