আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬১৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬১৯. হযরত রাফি' ইবন খাদীজ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) কে জিজ্ঞাসা করা হল, কোন উপার্জনটি সর্বোত্তম? তিনি বললেন, মানুষের নিজ হাতের উপার্জন ও প্রত্যেক সৎ ব্যবসা।
(হাদীসটি আহমাদ ও বাযযার বর্ণনা করেছেন। মাসউদী ব্যতীত এর সকল বর্ণনাকারীই সহীহ গ্রন্থের বর্ণনাকারীদের মত। মাসউদীর স্মৃতিভ্রম ঘটেছিল, এ জন্য তাঁর নির্ভরযোগ্যতার ব্যাপারে কথা উঠেছে। তবে অন্য হাদীসের সমর্থনে তাঁর বর্ণনা পেশ করাতে কোন দোষ নেই।)
(হাদীসটি আহমাদ ও বাযযার বর্ণনা করেছেন। মাসউদী ব্যতীত এর সকল বর্ণনাকারীই সহীহ গ্রন্থের বর্ণনাকারীদের মত। মাসউদীর স্মৃতিভ্রম ঘটেছিল, এ জন্য তাঁর নির্ভরযোগ্যতার ব্যাপারে কথা উঠেছে। তবে অন্য হাদীসের সমর্থনে তাঁর বর্ণনা পেশ করাতে কোন দোষ নেই।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2619- وَعَن رَافع بن خديج رَضِي الله عَنهُ قَالَ قيل يَا رَسُول الله أَي الْكسْب أطيب قَالَ عمل الرجل بِيَدِهِ وكل بيع مبرور
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَرِجَال إِسْنَاده رجال الصَّحِيح خلا المَسْعُودِيّ فَإِنَّهُ اخْتَلَط وَاخْتلف فِي الِاحْتِجَاج بِهِ وَلَا بَأْس بِهِ فِي المتابعات
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَرِجَال إِسْنَاده رجال الصَّحِيح خلا المَسْعُودِيّ فَإِنَّهُ اخْتَلَط وَاخْتلف فِي الِاحْتِجَاج بِهِ وَلَا بَأْس بِهِ فِي المتابعات