আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬১৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬১৮. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হল, কোন উপার্জনটি সর্বোত্তম? তিনি বললেন, মানুষের নিজ হাতের উপার্জন ও প্রতিটি সৎ ব্যবসা।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2618- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الْكسْب أفضل قَالَ عمل الرجل بِيَدِهِ وكل بيع مبرور

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান