আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৩৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
বাজার এবং গাফলতের স্থানসমূহে মহান আল্লাহর যিক্‌র করার প্রতি উৎসাহ দান
২৬৩৪. হযরত ইসমা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল এল কথাবার্তার সময় তাসবীহ পাঠ আর নিকৃষ্ট আমল হল উল্টা ভাষণ। আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ। কথার সময় তাসবীহ পাঠের অর্থ কি? তিনি বললেনঃ লোকজন কথাবার্তায় লিপ্ত থাকে আর একজন লোক তাসবীহ পাঠে মগ্ন থাকে। আমরা আবার বললাম, ইয়া রাসুলাল্লাহ। উল্টা ভাষণের অর্থ কি? তিনি বললেনঃ মানুষ খুব সুখ-স্বাচ্ছন্দ্যে থাকে অথচ প্রতিবেশী ও বন্ধুরা জিজ্ঞেস করলে বলে যে, আমরা খুব কষ্টে আছি।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي ذكر الله تَعَالَى فِي الْأَسْوَاق ومواطن الْغَفْلَة
2634- وَرُوِيَ عَن عصمَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أحب الْعَمَل إِلَى الله عز وَجل سبْحَة الحَدِيث وَأبْغض الْأَعْمَال إِلَى الله عز وَجل التحريف
فَقُلْنَا يَا رَسُول الله وَمَا سبْحَة الحَدِيث قَالَ يكون الْقَوْم يتحدثون وَالرجل يسبح
قُلْنَا يَا رَسُول الله وَمَا التحريف قَالَ الْقَوْم يكونُونَ بِخَير فيسألهم الْجَار والصاحب فَيَقُولُونَ نَحن بشر

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান