আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৩৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
বাজার এবং গাফলতের স্থানসমূহে মহান আল্লাহর যিক্‌র করার প্রতি উৎসাহ দান
২৬৩৩. হযরত ইবন মাসউদ (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ গাফিলদের মধ্যে যিক্‌রকারী ব্যক্তি পলায়নকারী সৈনিকদের মধ্যে দৃঢ়পদ মুজাহিদের মত।
(হাদীসটি বাযযার এবং তাবারানী তাঁর 'কবীর' ও 'আওসাতে' নির্দোষ সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي ذكر الله تَعَالَى فِي الْأَسْوَاق ومواطن الْغَفْلَة
2633- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ذَاكر الله فِي الغافلين بِمَنْزِلَة الصابر فِي الفارين

رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط بِإِسْنَاد لَا بَأْس بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান