আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৬৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৬৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসুলুল্লাহ (ﷺ) কে একথা বলতে শুনেছি, যদি সোনার একটি উপত্যকাও আদম সন্তানের মালিকানাধীন হয়ে যায় তবুও সে অনুরূপ আরেকটি পেতে পসন্দ করবে। আর আদম সন্তানের চোখ মাটি ছাড়া অন্য কিছুই পূর্ণ করতে পারবে না। তবে যে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ্ তার অবস্থার সংশোধন করে দেন।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2663- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَو أَن لِابْنِ آدم وَاديا من ذهب لأحب أَن يكون إِلَيْهِ مثله وَلَا يمْلَأ عين ابْن آدم إِلَّا التُّرَاب وَيَتُوب الله على من تَابَ

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান