আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১১৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১১৪. হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জড়ো হয়ে বসাছিলাম। এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসেন। তিনি বলেন: হে মুসলিম সমাজ! তোমরা আল্লাহকে ভয় করবে এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে। কেননা, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার চেয়ে দ্রুত সাওয়াব প্রাপ্তির অন্য কোন কাজ নেই। তোমরা বিদ্রোহ করা থেকে বিরত থাকবে। কেননা, বিদ্রোহ করার চেয়ে অন্য কোন কাজে অধিক শাস্তি নেই। তোমরা পিতামাতার আবাধ্যতা থেকে বিরত থাকবে। কেননা, এক হাজার বছরের দূরবর্তী স্থান থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া গেলেও আল্লাহর শপথ, পিতামাতার অবাধ্য সন্তান, আত্মীয়তার সম্পর্কচ্ছেদকারী, বৃদ্ধ ব্যভিচারী এবং অহংকারবশত পরিধেয় বস্ত্র টাখনুর নিচে ঝুলিয়ে পরিধানকারী জান্নাতের সুঘ্রাণ পাবে না। আর মাহাত্ম্য, বড়ত্ব ও অহংকার কেবলমাত্র জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য।
(তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3114- وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
وَنحن مجتمعون فَقَالَ يَا معشر الْمُسلمين اتَّقوا الله وصلوا أَرْحَامكُم فَإِنَّهُ لَيْسَ من ثَوَاب أسْرع من صلَة الرَّحِم
وَإِيَّاكُم وَالْبَغي فَإِنَّهُ لَيْسَ من عُقُوبَة أسْرع من عُقُوبَة بغي
وَإِيَّاكُم وعقوق الْوَالِدين فَإِن ريح الْجنَّة يُوجد من مسيرَة ألف عَام وَالله لَا يجدهَا عَاق وَلَا قَاطع رحم وَلَا شيخ زَان وَلَا جَار إزَاره خُيَلَاء إِنَّمَا الْكِبْرِيَاء لله رب الْعَالمين الحَدِيث

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান