আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১১৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১১৩. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা নবী (ﷺ)-এর নিকট (বসা) ছিলাম। এমন সময় এক কুরাইশ বংশের এক লোক টাখনুর নিচে চাদর ঝুলিয়ে অহংকারী বেশে এলো। যখন সে নবী (ﷺ) থেকে (বিদায় নেয়ার জন্য) উঠল, তখন তিনি বললেনঃ হে বুরায়দা! এই কাজের দরুন কিয়ামতের দিন আল্লাহ তার সাওয়াব ওজন করবেন না।
(বাযযার বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3113- وَرُوِيَ عَن بُرَيْدَة رَضِي الله عَنهُ قَالَ كُنَّا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَأقبل رجل من قُرَيْش يخْطر فِي حلَّة لَهُ فَلَمَّا قَامَ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَا بُرَيْدَة هَذَا لَا يُقيم الله لَهُ يَوْم الْقِيَامَة وزنا

رَوَاهُ الْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান