আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২৪২
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
সিরকা ও যায়তুন খাওয়া এবং চাকু দ্বারা না কেটে গোশতের চর্বি খাওয়ার প্রতি অনুপ্রেরণা
৩২৪২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা ছুরি দ্বারা গোশত কেটো না। কেননা, তা অনারবদের সভ্যতা, বরং দাঁত দ্বারা চিবিয়ে খাও। কারণ তা অধিক সুস্বাদু ও হযমের দিক থেকে ভালো।
(ইমাম আবু দাউদ ও অপরাপর মুহাদ্দিসগণ হিশাম ইবনে উরওয়া থেকে, তিনি তাঁর পিতা (উরওয়া) থেকে বর্ণনা করেন। আবু মা'শারের নাম নাজীহ্। তবে এই হাদীসের ক্ষেত্রে তিনি মুনকার। বিশুদ্ধ বর্ণনা হল এইঃ তিনি (নবী-ﷺ) বকরীর একটি বাহু কেটে নেন এবং আহার করেন। এরপর সালাত আদায় করেন। আল্লাহ সর্বজ্ঞ।)
(ইমাম আবু দাউদ ও অপরাপর মুহাদ্দিসগণ হিশাম ইবনে উরওয়া থেকে, তিনি তাঁর পিতা (উরওয়া) থেকে বর্ণনা করেন। আবু মা'শারের নাম নাজীহ্। তবে এই হাদীসের ক্ষেত্রে তিনি মুনকার। বিশুদ্ধ বর্ণনা হল এইঃ তিনি (নবী-ﷺ) বকরীর একটি বাহু কেটে নেন এবং আহার করেন। এরপর সালাত আদায় করেন। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الطعام
التَّرْغِيب فِي أكل الْخلّ وَالزَّيْت ونهس اللَّحْم دون تقطيعه بالسكين إِن صَحَّ الخبرهم
3242- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تقطعوا اللَّحْم بالسكين فَإِنَّهُ صَنِيع الْأَعَاجِم وانهشوه نهشا فَإِنَّهُ أهنأ وأمرأ
رَوَاهُ أَبُو دَاوُد وَغَيره عَن أبي معشر عَن هِشَام بن عُرْوَة عَن أَبِيه عَنْهَا وَأَبُو معشر هَذَا اسْمه نجيح لم يتْرك وَلَكِن هَذَا الحَدِيث مِمَّا أنكر عَلَيْهِ وَقد صَحَّ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم احتز من كتف شَاة فَأكل ثمَّ صلى وَالله أعلم
رَوَاهُ أَبُو دَاوُد وَغَيره عَن أبي معشر عَن هِشَام بن عُرْوَة عَن أَبِيه عَنْهَا وَأَبُو معشر هَذَا اسْمه نجيح لم يتْرك وَلَكِن هَذَا الحَدِيث مِمَّا أنكر عَلَيْهِ وَقد صَحَّ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم احتز من كتف شَاة فَأكل ثمَّ صلى وَالله أعلم